Live TV

Sunday, October 7, 2012

টর ব্রাউজার দ্বারা বন্ধ বা ব্লক থাকা ওয়েবসাইট দেখা

টর ব্রাউজার দ্বারা বন্ধ বা ব্লক থাকা ওয়েবসাইট দেখা
বিভিন্নভাবে ওয়েবসাইট ব্লন্ধ বা ব্লক করা যায়। এব পদ্ধতিগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে ম্যানুয়ালী, ওয়েব ব্রাউজারের মাধ্যমে, নেটওয়ার্কের পোর্ট বন্ধ করে, রাউটারের মাধ্যমে, দেশের গেটওয়ের মাধ্যমে ইত্যাদি। আবার বন্ধ থাকা ওয়েব সাইট দেখা যায় বিভিন্ন প্রক্সি সাইটের মাধ্যমে, আইপি লুকায়ে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে। তবে বন্ধ থাকা ওয়েব সাইট দেখার সবচেয়ে সহজ এবং নিশ্চিত পদ্ধতি হচ্ছে টর প্রজেক্টের টর ব্রাউজার। টর ব্রাউজার বহনযোগ্য বলে ইনস্টল না করে বা ফ্লাশ ডিক্স থেকে সরাসরি চালানো যায়। টর প্রজেক্টের ভিতরে মজিলা ফায়ারফক্সের বহনযোগ্য সংস্করণ থাকায় কম্পিউটারে ইনস্টল থাকা ব্রাউজার ব্যবহারের প্রয়োজন পরে না।
ফ্রি, বহনযোগ্য টর ব্রাউজার www.torproject.org থেকে ডাউনলোড করা যাবে। টর ব্রাউজারটি ডাউনলোড করে আনজিপ করে Start Tor Browser চালু করলে Vidalia Control Panel টর সার্ভারের সাথে সংযোগ স্থাপন করবে এবং বহনযোগ্য মজিলা ফায়ারফক্সটি টর সক্রিয় অবস্থায় চালু হবে। এবং Congratulations. You are using Tor. ম্যাসজে সম্বলিত টর প্রজেক্টের চেক পেজ আসবে। এমতবস্থায় এই বহনযোগ্য মজিলা ফায়ারফক্সের মাধ্যমে যেকোন বন্ধ বা ব্লক থাকা ওয়েবসাইট ব্রাউজ করা যাবে।



কথা বলবে মজিলা ফায়ারফক্স

কথা বলবে মজিলা ফায়ারফক্স

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে ব্রাউজ করার সময় যদি ব্রাউজারটি কোন টেক্সট (লেখা) শব্দ হিসাবে পড়ে শোনাতো তাহলে কেমন হতো! মাইক্রোসফট উইন্ডোজে টেক্সট টু স্পেস এর মতই ফায়ারফক্সের এ্যাড-অন্স দ্বারাও সাইটের যেকোন টেক্সট এক ক্লিকেই পড়ে শোনার ব্যবস্থা আছে। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/3552 থেকে মাত্র ১০ কিলোবাইটে স্পীকইট এ্যাড-অন্সটি ইনষ্টল করুন। ইনস্টল শেষে ফায়ারফক্সটি রিস্টার্ট করুন। এবার যেকোন টেক্সট যতটুক ইচ্ছা নির্বাচন করে মাউসের ডান বাটন ক্লিক করে পপআপ মেনুর নিচের Say It এ ক্লিক করলে তা পড়ে শোনাবে। এতে মাইক্রোসফটের (টিটিএস) টেক্সট টু স্পীস ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।


ভাল লাগলে comments করতে ভুলবেন না যেন
 

New Folder এবং New Shortcut কে নিজের নাম দিন কাস্টমাইজ করা


New Folder এবং New Shortcut কে নিজের নাম দিন কাস্টমাইজ করা



উইন্ডোজ এক্সপিতে যখন আমরা নতুন কোন ফোল্ডার বা শর্টকার্ট তৈরি করি তখন তা New Folder এবং  New Shortcut নামে তৈরি হয়কিন্তু ইচ্ছে করলেই একে কাস্টমাইজ করা সম্ভবএর জন্য সিস্টেম ফাইল Shell32.dll কে সম্পাদনা করতে হবে যা রয়েছে “%windir%\System32” তে এখানে %windir% বলতে বুঝানো হয়েছে “C:\Windows” ফোল্ডারকে, যদি আপনি আপনার উইন্ডোজ C ড্রাইভে ইন্সটল করে থাকেনআমরা একে রিসোর্স হ্যাকারের মাধ্যমে পরিবর্তন করবপ্রথমে আপনার পিসি F8 চেপে সেভ মুডে অন করে নিচের প্রক্রিয়া দেখুন::
০১:   "%windir%\System32\Shell32.dll"  ফাইলটি রিসোর্স হ্যাকারের মাধ্যমে খুলুন এবং <1896> নামক স্ট্রিং টেবিলটিতে যান
০২:: এখন ডানদিকের সাইড প্যানে আপনি পূর্বে থেকে নির্বাচিত “New Folder” এবং “New Shortcut” strings টি দেখতে পাবেন
০৩:: এরপর আপনি পূর্বথেকে নির্বাচিত স্ট্রিং টি আপনার স্ট্রিং দ্বারা রিপ্লেস করুন
০৪:: এরপর “Compile Script” বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করুনএরপর আপনি আপনার কাস্টমাইজড করা নাম দেখতে পাবেন নতুন কোন ফোল্ডার বা শর্টকাট তৈরি করলে