Live TV

Sunday, November 16, 2014

এবার নাকে তেলদিয়ে Android ফোন চালান । চার্জ ? যাবেইনা।

এবার নাকে তেলদিয়ে Android ফোন চালান। চার্জ? যাবেইনা। ♪♪♪♪ ♪♪♪...
আমি অনেক অনেক Battery Savar ব্যবহার করেছি কিন্তু কোন একটা দিয়েও মনের সাধ মিটাতে পারিনি। এক এক দিন ফুল চার্জ দিয়ে এক একটা Battery Savar ব্যবহার করে দেখেছি কেমন চার্জ যায়। কিন্তু কোন সুফল পাইনি তারচেয়ে Battery Savar ছাড়াই ভাল চার্জ থাকে।
কিন্তু মন যে আর মানছেই না। জানেন তো, Android ফোনে একদিনও ঠিক করে চার্জ থাকে না। তাই আবার নেটে ঘেটেঘুটে একটা পেলাম যা ব্যবহার করে অবাক
হয়ে গেছি। এটা standby 1% ও খরচ হয়না। মানে আপনি সকালে 52% রেখে দিলে বিকালে 52% ই দেখবেন। বস্তুত এটা আপনার ফোনের standby 1% চার্জও যেতে দিবেনা। সত্যিই অবিশ্বাস্য একবার ব্যবহার করেই দেখুন আর হ্যাঁ! এটা আপনার ফোনের হিডেন এপসগুলোও কিল করবে যে গুলো আপনার চার্জ হজম করছে। তার জন্য সফটটি ইনস্টল করলে একটা Optimize নামে widget পাবেন তাতে ক্লিক করলেই হবে।
তাছাড়া আরও Advanced setting আছে যে গুলে আপনি নিজেই করতে পারবেন। ডাউনলোড লিংক=

আপনার মোবাইলে কেউ স্পর্শ করলে অ্যালার্ম বেজে উঠবে অথবা গোপনে আপনার দেয়া নাম্বারে কল চলে, যাবে। এখন কেউ আর আপনার ফোন চুপিচুপি টিপতে পারবে না।

আমি যে App
নিয়ে আলোচনা করছি সেটা হল
Motion & Sound Alarm ।
এটা একটা অসাধারণ Android App ।আপনি Google Play থেকে দেখতে পারবেন এর দাম ওফিচার । এই অ্যাপ হল শব্দ ও নড়াচড়া এ সংবেদনশীল। আপনি দুই ধরনের মোড সিলেক্ট করতে পারবেন । সাউন্ড অথবা মোশন। যদি সাউন্ড
দেন তাহলে শব্দে অ্যালার্ম বেজে উঠবে । আর মোশন দিলে নড়াচড়ায় অ্যালার্ম বাজবে । আপনি উভয় সিলেক্ট করে অ্যালার্ম দিতে পারবেন । এবার কেউ হাত দিলে অ্যালার্ম বাজবে অথবা সিলেক্ট করে দেওয়া নাম্বার এ গোপন কল চলে যাবে সেটা আপনি ঠিক করতে পারবেন । আপনি পাসওয়ার্ড ও দিতে পারেন । যদি অ্যালার্ম
বাজতে থাকে তাহলে Disalarm এ ক্লিক করলেই চলবে না পাসওয়ার্ড দিতে হবে। মোবাইল যদি অফ ও এটা চলবে । অন্য কেউ বুঝতেই পারবে না । ডাউনলোড করুন