আমরা যারা অ্যান্ড্রয়েড/আইফোন ইউজ করি তারা ভাল করেই জানি ইন্টারনেট ছাড়া এধরনের গ্যাজেট ইউজ করে তেমন মজা নাই, কারন হরহামেশাই ঢু মারতে হয় অ্যাপস্টোরগুলোতে। এছাড়া অ্যাপ্লিকেশনগুলো যখন তখন ইন্টারনেট অ্যাক্সেস চায়। কিন্তু বাংলাদেশের মোবাইল অপারেটরদের ইন্টারনেটের যা অবস্থা তাতো আপনারা জানেনই। আবার গ্যাজেটগুলোতে ওয়াই-ম্যাক্স ইউজ করা যায় না অথবা কিনতে হয় ব্যয়-বহুল রাউটার। এখন উপায় কি? উপায় একটা আছে যদি আপনার ল্যাপটপ থাকে। আপনার ল্যাপটপ থাকলে এটিকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই হটস্পট এবং
*শেয়ার করুন আপনার ইথারনেট/ওয়াই-ম্যাক্স(Dongle) ইন্টারনেট কানেকশন
* শেয়ার করুন ফাইলস এবং ফোল্ডারস, ল্যাপটপ-ফোন/ফোন-ল্যাপটপ.
এজন্য আপনার প্রয়োজন দুটি Software।
Internet Sharing:
ল্যাপটপের জন্য ডাউনলোড করুন Connectify Pro
মোবাইলের জন্য ...... একটু পরে বলি কারন এখনও তো আপনার মোবাইলে নেট কানেকশন নেই তাই না।
*প্রথমে ডাউনলোড করুন Connectify Pro এবং Install করুন।
* Connectify ওপেন করুন।
*এবার আপনার হটস্পটের একটা নাম দিন।
*Sharing Mode এ WPA2 সিলেক্ট করে Password এ A-F এবং ০-৯ এর কম্বিনেশনে 10 digit এর একটি password দিন।
*Internet to share এ আপনার existing internet connection সিলেক্ট করুন (Wi-Fi/ Ethernet/Wi-Max)
* Share Over এ Wi-Fi সিলেক্ট করুন।
*Firewall এর দুটো অপশনেই টিক মারুন।
* এবার Start Hotspot এ ক্লিক করুন।
এবার আপনার হটস্পট Ready to Connect।
এখন আপনার ফোনের Wi-Fi on করলেই আপনার হটস্পটের নাম দেখতে পারবেন
এবার Connect করুন আপনার দেওয়া password দিয়ে। আপনার ফোন এবার নেট কানেক্টেড।
File Sharing:
*File sharing এর জন্য Android ফোন থেকে Google Play (Market) এ গিয়ে installs করুন ES File Explorer
*এবার ল্যাপটপ এর যে Drive শেয়ার করবেন সেটিতে right click করে properties এ যান।
*sharing ট্যাবে গিয়ে advance sharing ওপেন করুন।
*Share this folder এ টিক মারুন।
* share name যা আছে তাই রাখুন।
*Limit the number of simultaneous user to তে কমিয়ে আপনার প্রয়োজনমত করে দিন।(প্রয়োজন না থাকলে সিকিউরিটির জন্য 1 করে দিন।
* Permission এ ক্লিক করুন এবং Everyone কে রিমুভ করে দিন।
*Add এ ক্লিক করে Enter the object names to select এর ঘরে আপনার User Name (Windows) টাইপ করে Check Names এ ক্লিক করুন। দেখুন আপনার অ্যাকাউন্ট খুজে পেয়েছে। এবার OK করে বেরিয়ে আসুন।
* এবার group or user names ফিল্ডে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে Full Control এ টিক মারুন।
* Apply, OK & Apply, OK & Apply, OK করে বেরিয়ে আসুন।
*যতগুলো ড্রাইভ শেয়ার করতে চান প্রত্যেকটা প্রত্যেকটা এভাবে শেয়ার করুন।
* এবার Command Prompt চালু করুন এবং টাইপ করুন ipconfig.
*এখান থেকে ipv4 address টি টুকে রাখুন যেটি দেখতে অনেকটা 192.168.010.078 এর মত। এটি পরে কাজে লাগতে পারে।
Lan Connection:
*এখন আপনার ফোনে গিয়ে ES File Explorer চালু করুন।
* Local ট্যাবে ট্যাপ করে Lan সিলেক্ট করুন।
* অপশনে গিয়ে New ট্যাপ করুন এবং Scan করুন
* দেখুন আপনার ল্যাপটপ এর নাম এবং Connectify মিলে abc-PC.connectify এরকম একটা server খুজে পাবে।
যদি Server পায়ঃ
* Server টিকে edit server এ যান ।
* Server ip address যা আছে তাই রাখুন, Anonymous এর টিকটা উঠিয়ে দিন।
* Username এ আপনার windows account name টাইপ করুন।
*Password এ আপনার windows account password টাইপ করুন। না থাকলে windows এ password দিয়ে নিন সিকিউরিটির জন্য।
* Display as এর .connectify অংশটুকু কেটে দিতে পারেন ইচ্ছা হলে।
* OK করে বেরিয়ে আসুন।
যদি Server না পায়ঃ
* অপশনে গিয়ে New ট্যাপ করুন এবং Server ট্যাপ করুন
* Domain Name খালি রাখুন, Server এ টুকে রাখা ip address টাইপ করুন।
* Username এ আপনার windows account name টাইপ করুন।
*Password এ আপনার windows account password টাইপ করুন। না থাকলে windows এ password দিয়ে নিন সিকিউরিটির জন্য।
* Display as এ আপনার PC Name দিন (এটি খুজে পাবেন My Computer এর properties এ।
* OK করে বেরিয়ে আসুন।
এ পর্যন্ত ঠিকভাবে করলে Lan connection হয়ে গেল।
File & Folder Transfer:
এবার file/folder transfer করতে হলে Server টি ট্যাপ করে ওপেন করুন দেখবেন শেয়ার করা ড্রাইভগুলো দেখতে পারছেন।
*এবার যে file/folder গুলো transfer করতে চান সেগুলো সিলেক্ট করে Tap & Hold করে copy করুন। দেখুন নিচে ড্যাশবোর্ডে file/folder টি copy হয়ে আছে।
* Lan ট্যাবে ট্যাপ করে Local সিলেক্ট করুন এবং যে folder এ রাখতে চান সেখানে গিয়ে ড্যাশবোর্ড ওপেন করে file/folder টি Tap & Hold করে paste/paste all করুন। দেখুন transfer শুরু হয়ে গেছে। এভাবে উল্টোটা মানে Local-Lan file/folder transfer ও করতে পারেন।
পারলেন কি না জানাবেন কিন্তু।
Note:
- আপনি এই হটস্পট ইউজ করে অন্য ল্যাপটপেও ইন্টারনেট ও file/folder শেয়ার করতে পারবেন, তবে file/folder শেয়ার করতে হলে ওই ল্যাপটপেও Connectify Pro ইন্সটল করতে হবে।
- Net connection না থাকলে ও এভাবে file/folder transfer করতে পারবেন।
- ES File Explorer টি Android এর জন্য, iPhone এর similar software খুজে দেখতে পারেন।
- Sharing interface টা windows 7 ল্যাপটপ এ করা, windows xp তে একটু আলাদা হতে পারে, না পারলে বলবেন।