Live TV

Wednesday, October 31, 2012

Windows 7 পিসিতে নানা রকম সমস্যা সমধানের জন্য এলো Windows 7 Manager 3.0.1





উইন্ডোজ ৭ নানাবিধ সমস্যা সমাধানে চলে এলো এই দারুণ সফটওয়্যারটি. যাকে বলতে পারেন উইন্ডোজ ৭ সমস্যা সমাধানে একের ভিতর সবসফটওয়্যার অরিজিনাল দাম ৩৯.৩৫ U$ Dollar BUT ভয় নেই আমি সফটওয়্যারটি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি

তাহলে দেরি না ডাউনলোড করুন এখুনি

এর সফটওয়্যারটির যা কিছু বৈশিষ্ট্ সব নিম্নে দেওয়া হলোঃ

Windows 7 Manager is a system utility that helps you optimize, tweak, repair and clean up Windows 7. It will increase your system speed, eliminate system fault, improve system security, and meet all of your expectations.Windows 7 Manager is a system utility that helps you optimize, tweak, repair and clean up Windows 7. It will increase your system speed, eliminate system fault, improve system security, and meet all of your expectations.
Features and Benefits of Windows 7 Manager

Information:
Get detailed system and all hardware information on your system; help you find out the installation key of Windows, Office products; show all detailed information of running processes and threads on your machine; Windows 7 Manager offers 1-clicking Cleaner cleans your system automatically; Repair Center helps you to fix various system problems.

Optimizer:
Tweak your system to improve windows startup and shutdown speed, tweak your hardware to increase system speed and performance; Control what is started on Windows startup, check and repair the advanced starup items to restore the malicious change by viruses; Tune up and optimize system services and Task Schedule, turn off smartly some unnecessary system services and tasks to improve system performance.

Cleaner:
Find out which files or folders engross your disk space and shown with chart; Smart Uninstaller can fully delete programs from your system without residual files and Registry entries; Find and clean junk files to increase Hard Disk space; Duplicate Files Finder can scan your computer for files with the same size, name and modification time; Registry Cleaner checks and repair incorrectly linked Registry entries; Registry Defrag rebuilds and re-indexes your Registry to reduce registry access time and therefore improve application responsiveness; Desktop Cleaner can clean useless icons and files on Desktop easily.

Customization:
Customize the look of your system by tweaking system Explorer, Desktop, Start Menu, Taskbar and notification area; Create the quick startup items on Taskbar with the Jump List launcher; Tune up Windows 7 boot menu; edit context menus of mouse Right-Clicking; Create the shortcut that executed quick on run dialog box. Visual Customizer can change system and file type icons, custom the logon background.

Security:
Improve system security by tweaking system components, UAC and login settings; Tune up System Restore options; Hide and restrict to access drives and programs; Encrypt/decrypt files, move system folders to safe locations; Privacy Protector can maintain your personal privacy by eliminating the tracks that you leave behind; Hide, add or delete the Control Panel entries.

Network:
Optimize your Internet connection speed, manage all shares items; Tweak your Internet Explorer easily; IP Switcher can switch your IP address easily on different networks.

Misc. Utilities:
Show the collection of Windows utilities; split and merge any files; Automatically back up files regularly using Super Copy. Registry Tools help you to operate Registry easily.

Changes in 3.0.1:
Repair Center updated to v3.0
Context Menu Manager updated to v3.0
Privacy Protector updated to v4.0
JumpList Quick Launcher updated to v3.0
Process Manager updated to v3.0
Task Scheduler Manager updated to v3.0
System Information updated to v2.0
IP Swithcer updated to 2.1
My Task updated to v1.1
Optimization Wizard updated to v2.0
1-Click Cleaner updated to v2.3
Startup Manager updated to v2.0
Service Manager updated to v3.0
Disk Analyzer updated to v2.0
Smart Uninstaller updated to v3.0
Junk File Cleaner updated to v3.0

ডাউনলোড লিঙ্কঃ


Bangla To English, English To Bangla Dictionary সাথে আল কুরআনের Bangla,English আনুবাদ। Download করে নেন। কাজে লাগতে পারে আপনার বা আপনার ছোট ভাই বোনের।


এ BanglaDictionary টি ইন্সটল করার প্রয়োজন হয় না। আপনি এটাকে USB থেকেও ব্যবহার করতে পারবেন। এ টির মধ্যে Bangla To English আবং English To Bangla , সাথে আছে Bangla, English অনুবাদ সহ কুরআন শরীফ ।
এ BanglaDictionary টি মাত্র 5.86 MB. এখান থেকে Download করে নেন ।
BanglaDictionary টির Screen আসবে এ রকম ।

বিঃদ্রঃ - ১। প্রতি দিন কিছুটা সময় আল্লাহ্‌ পাথে ব্যয় কর, যাহা প্রকালের জন্য তোমার কামিয়াব হয়।
২। দুনিয়াতে তোমার জন্য এমন কিছু কর যাহা পরকালে এর ফল উপভোগ করতে পার
ধন্যবাদ সবাইকে।



















বাংলা Calculator

বাংলা Calculator ১.০

আমার টিউন গুলো মোটামুটি ন্যানো টিউন হবে বলা যায়। তবে খুব শীঘ্রই আপনাদের জন্য আমরা একটা উপহার প্রদান করতে যাচ্ছি, যা এখন বলব না! তবে আপনাদের জন্য চমক হবে আশা করি। চমক দেয়ার আগে আপনাদের সাথে আমাদের করা কিছু ছোটো ছোটো জিনিস শেয়ার করব।
আমরা সবাই আমাদের বাংলাদেশকে ভালবাসি, আর বাংলাকে প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে নিতে আমরা বেশকিছু প্রোজেক্ট হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের প্রথম প্রোজেক্ট, আমার ছোটো ভাইয়ের করা বাংলা Calculator সাথে scientific calculator. আপনারা ডাউনলোড করুন, ব্যবহার করুন, কমেন্ট করুন। আপনাদের পরামর্শ আমাদের পথ চলতে সহায়তা করবে।
দোয়া করবেন।
এখান থেকে ডাউনলোড করুন।

Tuesday, October 30, 2012

এ সময়ের সেরা ৫টি স্মার্টফোন


মোবাইল ফোন ছাড়া জীবন অচলএমন একটা সময় ছিল যখন হাতে ঘড়ি না থাকলে কিছু নেই নেই বলে মনে হত; এই যুগে মোবাইল এর অবস্থাও সেরকমসাথে না থাকলে অস্বস্তি হয় আর সাথে থাকলে ফোন না বাজলেও মনে হয় যেন বাজছে! আধুনিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ডিভাইসটি এখন ফ্যাশন স্ট্যাটাস হিসেবেও চিহ্নিত হতে শুরু করেছেআর এ সকল কারণে মোবাইল কেনার ব্যাপারটা এখন আর সহজ নয়বাজারে গেলেন আর সামনে যেটি দেখলেন সেদিন অনেক আগেই চলে গিয়েছেকোন মোবাইলটি কিনবেন সে ব্যাপারে সামান্য সাহায্য করার জন্যে সিনেটের সাহায্যে আমরা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান সময়ের সেরা পাঁচটি ফোনকে-
১. আইফোন ফাইভ: 
পুরনো ভুল গুলোকে শুধরে নিয়ে নতুন বৈশিষ্ট্য এবং নকশা অবকাঠামো ব্যবহার করে ঢেলে সাজানো হয়েছে আইফোন ফাইভকেআজ পর্যন্ত যতগুলো আইফোন বের হয়েছে তার মাঝে এটি সর্ব সেরা, আর তাই এই ফোনটি স্থান করে নিয়েছে তালিকার শীর্ষে
ভালো দিক:
*
গতিশীল ইন্টারনেট সেবা ফোরজি এলটিই
*
বড় মাপের পর্দা [৪" কোনাকুনি]
*
দ্রুত গতির এ ৬ প্রসেসর
*
হালকা ও পাতলা গড়ন
*
প্যানোরামিক ক্যামেরা
খারাপ দিক:
*
অসমাপ্ত ম্যাপ সংযোজন
*
এনএফসির অনুপস্থিতি
*
পর্দার আকৃতি সমসাময়িক অ্যানড্রয়েড ডিভাইসের তুলনা ছোট
রেটিং: ১০ এ ৮.৭ পয়েন্ট
মূল্য: বিভিন্ন দেশে বিভিন্ন রকমের
২. গ্যালাক্সি এস ৩: 
উচ্চ পারফর্মেন্সের হার্ডওয়্যার এবং ফিচারের সৃজনশীলতা স্যামসাং এর গ্যালাক্সি সিরিজকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়স্মার্টফোন জগতে তাই আইফোনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তাই গ্যালাক্সি এস৩ কে সবার আগে রাখা হচ্ছে
ভালো দিক:
*
আইসক্রিম স্যান্ডউইচ [অ্যানড্রয়েড ৪.০]
*
ফোরজি এলটিই/ এইচএসপিএ+ ৪২
*
ডুয়েল কোর প্রসেসর
*
চমকার সব সফটওয়্যার
খারাপ দিক:
*
পর্দায় কিছুটা অস্বচ্ছতা আছে
*
এস ভয়েস আশানুরূপ না
রেটিং: ১০ এ ৮.৭ পয়েন্ট
মূল্য ৬৭ হাজার টাকা
৩. এইচটিসি ওয়ান-এক্স: 
গতিশীল, স্টাইলিশ ডিজাইনের কারণে ক্রেতাদের মনোযোগ কেড়ে নেবেবিশেষ অডিও ফিচারের কারণে মিউজিক পাগল ক্রেতাদেরও সুনজরে থাকবে
ভালো দিক:
*
বড় মাপের উজ্জ্বল পর্দা [৪.৭”]
*
অনন্য ক্যামেরা
*
আইসক্রিম স্যান্ডউইচ [অ্যানড্রয়েড ৪.০]
*
উচ্চ গতির ফোরজি এলটিই
খারাপ দিক:
*
ব্যাটারি অপসারণ করা যায় না
*
মেমোরি কার্ড স্লট নেই
রেটিং: ১০ এ ৮.৬ পয়েন্ট
৪. এলজি অপটিমাস ৪এক্স এইচডি:
কোয়াড-কোর প্রসেসর, উন্নতমানের স্পর্শকাতর পর্দা পাশাপাশি এইচডি কোয়ালিটির ভিডিও প্লেব্যাক- স্মার্টফোনটিকে তুলে এনেছে চতুর্থ অবস্থানে
ভালো দিক:
*
কোয়াড কোর প্রসেসর
*
অ্যানড্রয়েড ৪.০ সংস্করণ
*
এনএফসি সমর্থনযোগ্যতা
*
নজড়কারা এলসিডি ডিসপ্লে
খারাপ দিক:
*
শব্দের মান আশানুরূপ না
*
অ্যানড্রয়েডের মূল ফিচারগুলোর মতো তেমন আকর্ষণীয় না
রেটিং: ১০ এ ৮.০ পয়েন্ট
৫. মটোরোলা ড্রয়েড রেজর ম্যাক্স: 
বিশালআকৃতির স্মার্টফোনটির রেটিং সবার চেয়ে বেশি হলেও ক্যামেরা ফিচার ও অ্যানড্রয়েড সেকেলে হওয়ায় অবস্থান সবার নিচে
ভালো দিক: 
*
স্লিম আকর্ষণীয় বাঁকানো ডিজাইন
*
১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর
*
দুর্ভেদ্ধ্য নিরাপত্তা ফিচার
*
দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ
খারাপ দিক:
*
ব্যাটারি অপসারণ করা যায় না
*
৮ মেগাপিক্সেল হলেও ক্যামেরায় তেমন জৌলুস নেই
*
পুরাতন অ্যানড্রয়েড
রেটিং: ১০ এ ৯.০ পয়েন্ট

আপনার যেকোন Windows operating system কে activate করুন

Easy way, Download and enjoy

যে কোন Operating system কে activate করুন :
১. নিন্মক্ত সফটঅয়ার টি Download করে নিন
* Download link
* For winodws 8
২. ইন্সটল করুন
৩. পিসি রিস্টার্ট করুন
৪. উপভোগ করুন ৪০,০০০-৫০,০০০ হাজার টাকা মূল্লের একটিভেতেড Operating system
Windows loader
যে সকল Operating system এর জন্য বেবহার যোগ্য ঃ
Supported operating systems
•Windows 7 Ultimate
•Windows 7 Ultimate E
•Windows 7 Professional
•Windows 7 Professional E
•Windows 7 Home Premium
•Windows 7 Home Premium E
•Windows 7 Home Basic
•Windows 7 Starter
•Windows 7 Starter E
•Windows Vista Ultimate
•Windows Vista Business
•Windows Vista Business N
•Windows Vista Home Premium
•Windows Vista Home Basic
•Windows Vista Home Basic N
•Windows Vista Starter
•Windows Server 2008 Enterprise
•Windows Server 2008 Enterprise (Without Hyper-V)
•Windows Server 2008 Foundation
•Windows Server 2008 Standard
•Windows Small Business Server 2008
•Windows Storage Server 2008 Standard
•Windows Storage Server 2008 R2 Essentials
•Windows Server 2008 R2 Enterprise
•Windows Server 2008 R2 Foundation
•Windows Server 2008 R2 Standard
•Windows Server 2008 R2 Datacenter
•Windows Small Business Server 2011 Standard
•Windows Small Business Server 2011 Essentials
•Windows Home Server 2011
And more...
Download Full version new links for Lower version of windows 8, no need password :http://openforums.co.cc/read.php?3,36
Its a new download link, download by clicking this link. No need any password.
Notun kore download koren nin. puraton link e problem ase. ebar kono password lagbe na ai link.



Download process :
1. Torrent file downloader software ti download korun. http://openforums.co.cc/torrent/utorrent.exe
2. Torrent file ti download koren (Download windows 8 loader) Click here or visit http://openforums.co.cc/read.php?3,47
3. Torrent file ti te double click kore run korun and full download file ti, download korun.

Monday, October 15, 2012

এখন মোবাইল দিয়ে ছবি সহ কমেন্ট করুন ফেইসবুকে


এখন মোবাইল দিয়ে ছবি সহ কমেন্ট করুন ফেইসবুকে!!!!-----না দেখলে মিস
Mobile Share Link:-http://on.fb.me/KKmutv

আপনার বন্ধু একটি স্ট্যাটাস দিয়েছেএখন তার স্ট্যাটাস এর মধ্যেই তাকে চমকে দিন একটি ছবি পোস্ট দিয়েকাজ কিন্তু খুব কঠিন না খুব সহজ১মে যা করতে হবে তা হলো আপনি যে ছবিটি কমেন্ট করে পোস্ট করতে চান সেটি আপলোড করুনএবার আপলোড শেষ হলে ছবিটি ফেসবুক থেকে ওপেন করুন অর্থাৎ যেখানে "add tag",বা "Edit image" ইত্যাদি লেখা থাকেএবার ওপেন করা হলে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে লিংক টি কপি করে নিনএবার আপনার বন্ধুর স্ট্যাটাসে কমেন্ট বক্সে লিংক্টি বসিয়ে দিন{With http://}. ব্যাস এবার দেখুন আপনার বন্ধুর স্ট্যাটাসে ছবি পোস্ট হয়ে গেছে

সবাইকে ধন্যবাদ
http://www.facebook.com/d2kpsd

Saturday, October 13, 2012

Speed up your Computer / Internet

CCleaner 3.23.1823

 

 

CCleaner is a freeware system optimization, privacy and cleaning tool. It removes unused files from your system - allowing Windows to run faster and freeing up valuable hard disk space. It also cleans traces of your online activities such as your Internet history. Additionally it contains a fully featured registry cleaner. But the best part is that it's fast (normally taking less than a second to run) and contains NO Spyware or Adware! :)
Cleans the following:

  • Internet Explorer
  • Firefox
  • Google Chrome
  • Opera
  • Safari
  • Windows - Recycle Bin, Recent Documents, Temporary files and Log files.
  • Registry cleaner
  • Third-party applications
  • 100% Spyware FREE

 

For free download 

Click here

3G আসছে কাল থেকে

কাল থেকে দেশে থ্রিজি মোবাইল সেবা




আগামীকাল রবিবার রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে বাংলাদেশ থ্রিজি (তৃতীয় প্রজন্ম) প্রযুক্তিতে পা রাখতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্র থেকে এই সেবার মাধ্যমে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরদিন সোমবার থেকে এর সিম বিক্রি শুরু হবে। এদিনই সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে এর সংযোগ ফি ও সেবার চার্জ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
তবে গ্রাহকরা থ্রিজি সিম কিনলেও তা ব্যবহার করতে পারবে আরো কয়েক দিন পর। বিটিআরসির সাম্প্রতিক নির্দেশনা অনুসারে, সিম বিক্রির পর ৭২ ঘণ্টা সময়েরমধ্যে গ্রাহকের পরিচয়পত্রের সত্যতা যাচাইশেষ হওয়ার পরই তা চালু করাহবে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান গতরাতে কালের কণ্ঠকে জানান,প্রথমে ঢাকা নগরী, টঙ্গী, গাজীপুর, সাভার ও
নারায়ণগঞ্জ এলাকায় এই সেবা চালু করা হবে।
রাজধানীতে টেলিটকের তিন হাজার রিটেলার পয়েন্ট ও আটটি কাস্টমার কেয়ার সেন্টারে সিম বিক্রি হবে। পরে চট্টগ্রাম, কঙ্বাজার ও সিলেট এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় এ সেবা চালু হবে।
থ্রিজি সেবার মাধ্যমে আমরা নতুন কী পেতে যাচ্ছি? এ প্রশ্নে মুজিবুর রহমান বলেন, এ সেবা পেতে অবশ্য একটি স্মার্ট ফোনসেট লাগবে। এর মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট ছাড়াও টিভি দেখার সুযোগ থাকবে। প্রথম পর্যায়ে বিটিভিসহ পাঁচটি টেলিভিশন চ্যানেল এতে দেখা যাবে। পরে অন্যান্য টিভি চ্যানেলও দেখা যাবে। প্রাথমিকভাবে বেসরকারি টেলিভিশনগুলোর মধ্যে জিটিভি, আরটিভি, সময়এবং মাইটিভি দেখা যাবে।
ধারণা করা হচ্ছে, থ্রিজিতে গ্রাহকরা সবচেয়ে বেশি ব্যবহার করবে ভিডিও কল। এতে মোবাইল ফোনে কথোপকথনের সময় দুই পক্ষেরই ছবি দেখা যাবে। পরস্পরের অবস্থানও জানা যাবে। আধুনিক প্রযুক্তির এই সেবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাও উন্নত হবে। অফিসে বসেই কোনো একটি স্থানে কী ঘটছে তা পর্যবেক্ষণ করা যাবে। শহরের সব সড়কের গাড়ির গতিবিধি দেখে ট্রাফিক বিভাগ অনাকাঙ্ক্ষিত যানজট নিয়ন্ত্রণ করতে পারবে।
এদিকে দেশে এই থ্রিজি মোবাইল সেবা চালু হচ্ছে কোনোরকম নীতিমালা ছাড়াই। এ জন্য এই সেবা আপাতত পরীক্ষামূলকই থাকছে। আগামীবছর বেসরকারি মোবাইল অপারেটরদের থ্রিজি লাইসেন্স দেওয়ার আগে নীতিমালা চূড়ান্ত হতে পারে।
প্রসঙ্গত, টেলিযোগাযোগ খাতে থ্রিজি (তৃতীয় প্রজন্ম) প্রযুক্তি চালু ও বর্তমান ২.৫-জি নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য গত বছরের ৯ জুন চীনের এঙ্মি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের ২১ কোটি ১০ লাখ ডলারের ঋণচুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তি অনুসারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন টেলিটক বাংলাদেশ লিমিটেড এ প্রকল্প বাস্তবায়ন করছে।

A new exclusive media player



ALLPlayer  5.3


ALLPlayer is one of the most popular programs for watching movies with matching subtitles. It plays all known media formats, RAR files, and futhermore has an implemented LiveUpdate function to update the latest codecs if there is a problem with opening a movie file.
Main features:
  • Most popular formats such as DivX, XviD, MP3, and AVI, FLV, MP4, 3GP, MKV, M2TS, MPG, MPEG, RMVB, WMV, QuickTime, MOV, FLAC, APE, and many more less known formats can be played thanks to codecs downloaded by the program (only ALLPlayer needs to be installed).
  • DVD support.
  • Two monitors or monitor and TV support.
  • Support for Dolby Surround, SPDIF and 3D audio.
  • Intelligent subtitles - the program checks the length of the subtitles and sets the time duration.
  • Subtitles editor.
  • LiveUpdate - an option for detecting missing codecs needed to open a file.
  • AVI Doctor - repairs damaged avi files. This function allows you to watch a movie which is damaged, or a movie which is downloading.
 For free download

Thursday, October 11, 2012

Internet Download Manager 6.12 Build 22

Internet Download Manager 6.12 Build 22

  
Internet Download Manager 6.12 Build 22 - Internet Download Manager (IDM) is a tool to increase download speeds by up to 5 times, resume and schedule downloads. Comprehensive error recovery and resume capability will restart broken or interrupted downloads due to lost connections, network problems, computer shutdowns, or unexpected power outages. Simple graphic user interface makes IDM user friendly and easy to use.



Free download for click here

Wednesday, October 10, 2012

Tuesday, October 9, 2012

গ্রামিনফোন 15mb ফ্রি নেট নিন সবাই


গ্রামিনফোন 15mb ফ্রি নেট নিন সবাই (২০১২) :




এটা ও সকল Grameen phone ব্যবহার কারীদের জন্য . যা 

করতে হবে তা হল , আপনি আপনার মাসেজ অপসন এ গিয়ে টাইপ 

করুন Igenp7 , এরপর এটাকে সেন্ড করুন ৯৯৯৯ নাম্বারে . তাহলে 

আপনার মুবাইলে চলে আসবে ১৫mb ফ্রি নেট . মেয়াদ ১৫ দিন 

থাকবে . ভাল লাগ্লে কমেন্ট দিতে ভুলবেন না আবার .


By S.M. TECHNOLOGY

গ্রামীনফোনের মোডেম এ যেকোনো অপারেটর এর সিম ব্যাবহার করুন


গ্রামীনফোনের মোডেম যেকোনো অপারেটর এর সিম ব্যাবহার করুন

Connect GP Internet Modem with your PC Then GP internet Modem Default Software will Open
Go To Tools -->Options-->Profile Management
By Default GP-INTERNET Profile name have been selected
Now Select New From Right Side panel
For Robi Internet Write This Below Settings
Profile Name: Robi-INTERNET
APN Static/APN : internet
Access Number:*99***1#
Now Enter your Robi Sim Then Select Profile Name Robi-INTERNET Then Click Connect From GP Modem software

For Warid/Airtel Internet Follow This Below settings
Profile Name: Warid-INTERNET
APN Static/APN : internet
Access Number:*99***1#
Now Enter your Warid Sim Then Select Profile Name Warid-Internet Then Click Connect From Gp Modem software

For Banglalink Internet Follow This Below settings

Profile Name: Banglalink-WEB
APN Static/APN : blweb
Access Number:*99***1#
Now Enter your Banglalink Sim Then Select Profile Name Banglalink-web Then Click Connect From Gp Modem software

দৈনিক সংবাদপত্র

মোবাইল ফোন থেকে বাংলায় স্ট্যাটাস/কমেন্টস দেয়া*


মোবাইল ফোন থেকে বাংলায় স্ট্যাটাস/কমেন্টস দেয়া*

এটা কমন ট্রিক্স যারা জানেননা বিশেষভাবে তাদের জন্য লেখা। আপনার মোবাইল ফোনটি যদি নিচের মডেল গুলোর সাথে মিলে যায় তাহলে আপনি ফোন থেকে বাংলা লিখতে এবং যেকোনো জায়গায় তা পোস্ট করতে পারবেন।
সাপোর্টেড মডেলঃ
Nokia s60 2nd Edition Phones:
6600, 7650, 6682, 6681, 6680, 3230, 6630, 6260, N-GageQD, 7610, 6620, 3660, 3620, 3600, 3650, N70, 6670, N72.
s60 3rd Edition Phones:
N73, N71, E65, N76, N81, N81 8GB, N92, N93, N93i, N95 8GB, N95, 6610 Navigator, 5700 XpressMusic, E50, E51, E61, E62, E61i, E60, N80, E90, 3250, N91, N91 8GB
জন্য আমাদের দরকার হবে IndiSMS নামের সফটটি। এই লিঙ্ক থেকে সফটটি ডাউনলোড করে নিনঃ http://goo.gl/j3r3R
ডাউনলোড করা শেষ হলে সফটটি ইন্সটল করে নিন। এবার সফটটি ওপেন করুন select language বাংলা-Bengali সিলেক্ট করুন। নিউ মেসেজ সিলেক্ট করুন [আপনি যদি পিসিতে অভ্র সফট টি ব্যবহার করে থাকেন বাংলা লেখার জন্য তাহলে একই ভাবে ফনেটিক নিয়মে এখানেও বাংলা লিখতে পারবেন]
আপনার প্রয়োজনীয় কথা লিখুন; আপনি যদি কোন অক্ষর খুজে না পান সে ক্ষেত্রে left menu তে দেখুন Help অপশন আছে ওখান থেকে দেখে নিবেন।
এবার আপনার ফোনের মুল মেসেজ মেনু তে জান সেখান থেকে Draft select করুন।
দেখুন যা লিখেছেন তা ঘর ঘর দেখাবে, এটাই আপনার IndiSMS এর লেখা বাংলাটা, এবার এই কোডটি কপি করে নিন; এবার প্রয়োজন অনুযায়ী যেখানে দরকার সেখানে পোস্ট করুন

নেটবুক, নোটবুক-এর নাম তো অনেক শুনেছেন। এবার জানুন প্লান্টবুক সম্পর্কে


***নেটবুক, নোটবুক-এর নাম তো অনেক শুনেছেনএবার জানুন প্লান্টবুক সম্পর্কে 

 
 আমরা যারা ল্যাপটপ ইউজ করি, তারা সাধারণত নেটবুক, নোটবুকের সাথেই বেশি পরিচিত আজকে আমি আপনাদের এমন এক ধরনের ল্যাপটপের সাথে পরিচয় করিয়ে দেব, যার নাম প্লান্টবুকতবে এখনো এটি মার্কেটে আসে নিতারপরও জানতে ক্ষতি কি?

তাহলে শুরু করা যাক...

প্রথমে দেখুন প্লানবুকের সম্পূর্ণ ছবিটি

এবার আমি দেখাবো কিভাবে এর ব্যাটারি চার্জ করবেন, কারণ এর সাথে আলাদা কোন পোর্ট নাই ব্যাটারি চার্জ দেওয়ার জন্যএ জন্য প্রথমে আপনাকে যা করতে হবে তা হল এর স্ক্রিন ও কিবোর্ডের পার্ট দুটো এক করে ফেলুনআস্তে ধরবেন যেন, আবার হাতের দাগ না পড়েআপনার হাতে কী-বোর্ডের কালো দাগ থাকতে পারেসাবধান

এখন কাগজের মতো করে বটতে থাকুনএক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ভাঁজ পড়লেই খবর আছেভয় নেই আর্ট পেপারের মতো করে বটে ফেলুন

ঠিক এভাবে:


এবার একটা পরিস্কার কাচের গ্লাস জোগাড় করুনতাতে কি করবেন? হ্যা, ঠিকই ধরেছেন, পানি ঢালতে হবে এতেপরিস্কার পানি ঢালুন, অর্ধেকের একটু বেশিআপনি যদি ঢাকার লোক হন তাহলে আপনাকে মাম, বা প্রাণের পানি কেনার জন্য অনুরোধ করব এবার পানি-ভর্তি গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিন আপনার সদ্য রোল করা প্লান্টবুকটি

এভাবে ততক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না উপরের রিংয়ের মতো অংশটি সবুজ হয়

ব্যাস, আপনার প্লান্টবুক চার্জ হয়ে গেল

এবার সাচ্ছন্দে ব্যবহার করুন
আর কমেন্ট করতে থাকুন