***নেটবুক, নোটবুক-এর নাম তো অনেক শুনেছেন। এবার জানুন প্লান্টবুক সম্পর্কে
তাহলে শুরু করা যাক...
প্রথমে দেখুন প্লানবুকের সম্পূর্ণ ছবিটি।এবার আমি দেখাবো কিভাবে এর ব্যাটারি চার্জ করবেন, কারণ এর সাথে আলাদা কোন পোর্ট নাই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। এ জন্য প্রথমে আপনাকে যা করতে হবে তা হল এর স্ক্রিন ও কিবোর্ডের পার্ট দুটো এক করে ফেলুন। আস্তে ধরবেন যেন, আবার হাতের দাগ না পড়ে। আপনার হাতে কী-বোর্ডের কালো দাগ থাকতে পারে। সাবধান।
এখন কাগজের মতো করে বটতে থাকুন। এক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ ভাঁজ পড়লেই খবর আছে। ভয় নেই আর্ট পেপারের মতো করে বটে ফেলুন।
ঠিক এভাবে:
এবার একটা পরিস্কার কাচের গ্লাস জোগাড় করুন। তাতে কি করবেন? হ্যা, ঠিকই ধরেছেন, পানি ঢালতে হবে এতে। পরিস্কার পানি ঢালুন, অর্ধেকের একটু বেশি। আপনি যদি ঢাকার লোক হন তাহলে আপনাকে মাম, বা প্রাণের পানি কেনার জন্য অনুরোধ করব। এবার পানি-ভর্তি গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিন আপনার সদ্য রোল করা প্লান্টবুকটি।
এভাবে ততক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না উপরের রিংয়ের মতো অংশটি সবুজ হয়।
ব্যাস, আপনার প্লান্টবুক চার্জ হয়ে গেল।
এবার সাচ্ছন্দে ব্যবহার করুন।
আর কমেন্ট করতে থাকুন।
No comments:
Post a Comment
Thanks For Your Comments!