Live TV

Monday, November 26, 2012

উইন্ডোজ ৮ এর জন্য অফলাইনে .NET Framework 3.5 ইনস্টল করুন


 

উইন্ডোজ ইনস্টল করার পরে,কোনও সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রত্যেকেই একটা সমস্যাতে পড়বেন, সেটা হলো সফটওয়্যার ইনস্টল করতে গেলেই .NET Framework 3.5 ইনস্টল করতে বলে, এছাড়া সফটওয়্যারগুলো ইনস্টল হবে না

আমি আজকে,
খুব সহজেই উইন্ডোজ কিভাবে .NET Framework 3.5 অফলাইনে ইনস্টল করবেন সে বিষয়ে আলোচনা করবো
চলুন শুরু করা যাক
উইন্ডোজ এর ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) পিসিতে প্রবেশ করান
এবার cmd.exe (Command Prompt) কে স্টার্ট মেনুতে সার্চ করে Run As Administrator করুন
Command Prompt নিচের কমান্ড টি পেস্ট করে Enter কী চাপুন :

dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:G:\sources\sxs /LimitAccess

এখানে উল্লেখ্য যে G:\ হচ্ছে ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) এর ড্রইভ Letter
আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি অন্য হয় ( )তাহলে কমান্ডে শুধুমাত্র G:\ এর পরিবর্তে ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter টি বসাতে হবে
যেমন ধরুন
আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি H:\ হয়,
তাহলে কমান্ড টি হবে

dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:H:\sources\sxs /LimitAccess

Command Prompt কাজ চলতে থাকবে কাজ শেষ হলে "The operation completed successfully"
দেখাবে
এইবার পিসি রিস্টার্ট দিন
ব্যাস কাজ শেষ এবার আপনি আপনার পছন্দের সফটওয়্যারগুলো আরামসে ইনস্টল করতে পারবেন

No comments:

Post a Comment

Thanks For Your Comments!