Live TV

Thursday, December 20, 2012

এন্ড্রয়েড সেট কেনার আগে কি কি দেখবেন!



পড়ে থাকবেন  যা হোক জাভা,সিম্বিয়ান মোবাইলের যুগ চলে গেছে সবাই এখন  এন্ড্রয়েড দিকে ঝুঁকছে
কিন্ত প্রথমেই এন্ড্রয়েড সেট সম্পর্কে বিস্তারিত না  জেনেই আজাবাজে কনফিগারেশনের সেট কিনে
ভাল গেমগুলো খেলতে না পেরে আফসোস করেন অনেকেই__
এন্ড্রয়েড সেট কেনার আগে সেটের যে জিনিসগুলো সম্পর্কে বেশি গুরুত্ব দিবেনঃ
PROCESSOR
CHIPSET
GPU
RAM
ROM

PROCESSOR: মিনিমাম 1Ghz ARMv7 এ রকম প্রসেসর  আছে এমন সেট বাচাই করবেন তা না হলে স্যামসাং
 গ্যালাক্সি ওয়াই এর মত 830 MHz ARMv6 প্রসেসর  আছে এরকম সেট আপনি ভাল গ্রাফিক্স গেমগুলো খেলতে
 পারবেন না এং  830 MHz ARMv6  হলে স্কাইপে তে ভিডিও চ্যাট করতে পারবেন না আপনি যদি
 grand theft auto vice cityএর মত HD গেমগুলো খেলতে চান তবে অবশ্যই Dual-core নির্বাচন করবেন_
CHIPSET:Qualcomm চিপসেট আছে এরকম সেট বাচাই করুন নয়ত ভাল গ্রাফিক্স এর গেম খেলতে পারবেন না ।
GPU : GPU ছাড়া আপনি উন্নত গ্রাফিক্স এর গেম খেলতে পারবে না বর্তমানে Adreno 200,Adreno 205  চলছে HD  গেম খেলার ইচ্ছা থাকলে Mali-400 নির্বাচন করবেন ।
RAM :মিনিমাম 512MB Ram আছে এ রকম সেট নির্বাচন করুন অন্যথায় এর চেয়ে কম র‍্যাম থাকলে গেম খেলার সময় গেম হঠাৎ করে বন্ধ হয়ে যাবে।
ROM: এন্ড্রয়েড এ অ্যাপ্লিকেশন যতই কাহিনি করে SD Card MOve করেন না কেন তবুও অ্যাপস গুলো ফোন
মেমরির কিছু জায়গা নিবে তাই  ROM>1GB দেখে নিন।
এছাড়া ক্যামেরা,ডিসপ্লে এগুলো ত আপনি দেখবেন তাই এসব লিখে টিউন লম্বা করলাম না

No comments:

Post a Comment

Thanks For Your Comments!