Live TV

Monday, June 17, 2013

Safely Remove Hardware এর জন্য ডেস্কটপ শর্টকাট


** প্রথমে ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে New থেকে Shorcut ক্লিক করুন।


** এর পর লাল রঙের কোডটুকু কপি করে পেষ্ট করুন;
RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll

** তারপর Next ক্লিক করুন।

** এর পর Safety Remove USB লিখে Finish বাটনে ক্লিক করুন।

** ব্যাস আপনার কাজ শেষ। হ্যা এটা Windows XP/Vista/7 এর জন্য প্রযোজ্য

 FACEBOOK PAGEhtt://www.fb.com/smtechnology

Tuesday, June 11, 2013

Customize the Windows 7 log-on screen


উইন্ডোজ এর লগ অন স্ক্রিণ চেন্জ এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে Run Run গিয়ে Regedit লিখে enter চাপুন তারপর চলেযান নিচের মত করে HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background গিয়ে ডান পাশে দেখবেন OEMBackground
তাতে ডাবল ক্লিক করুণ তারপর দেখবেন একটা বক্স এসেছে সেই বক্সের Value data: ঘরের 0 কে 1 বানিয়ে দিয়ে ok করুণ
বিঃদ্রঃ OEMBackground যদি না পান তাহলে স্থানে মাউসের রাইট পাশের কী চাপুন তাহলে দেখবেন New এখানে গিয়ে DWORD (32-bit) Value তে ক্লিক করুণ তাহলে দেখবেন New Value তৈরি হয়েছে। তখন সেটার নাম Rename করে লিখুন OEMBackground
তারপর আপনার পছন্দ মত ছবি নিন যার সাইজ হতে হবে 256KB এর মধ্যে হতে হবে। ছবি নির্বাচন হয়ে গেলে সেই ছবিটি কপি করে চলেযান নিচের মত করে
C:\Windows\system32\oobe\info\backgrounds folder গিয়ে ছবিটি পেস্ট করুণ এবং তার নাম দিন backgroundDefault ব্যাস কাজ শেষ তারপর কম্পউটার Reboot করুণ আর উপবভাগ করুণ আপনার লগ অন স্ক্রিণ
বি:দ্র: oobe folder গিয়ে যারা info\backgrounds folder না পাবেন তারা নিজেরা এই folder তৈরি করে নিন তাহলে কাজ হয়ে যাবে

Facebook                                                      Facebook Page

Sunday, June 2, 2013

অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড!

অ্যান্ড্রয়েড ফোন এর জন্য রয়েছে অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানিনাএই কোড গুলো ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর বিভিন্ন সেটিংস্‌ পরিবর্তন -ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেনতো চলুন দেখে নিই কিছু সিক্রেট কোড *#06# –  IMEI নাম্বার প্রদর্শন করবে
*2767*3855# –   ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
*#*#4636#*#* -   ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য
*#*#273282*255*663282*#*#* -   সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড
*#*#197328640#*#* –  সার্ভিস  টেস্ট মোড কোড
*#*#1111#*#* –   FTA সফটওয়্যার ভার্সন
*#*#1234#*#* –    PDA এবং firmware ভার্সন
*#*#232339#*#* –   Wireless LAN টেস্ট কোড
*#*#0842#*#* –   ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড
*#12580*369# -   সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন
*#*#2664#*#* –    টাচ স্ক্রীন টেস্ট কোড
*#9900# –  সিস্টেম ডাম্প মোড
*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন
*#*#34971539#*#* –  ক্যামেরা ইনফর্মেশন
*#872564# –    ইউএসবি লগিন কন্ট্রোল
*#301279# –    HSDPA/HSUPA  কন্ট্রোল মেনু
*#7465625# –  ফোন লক স্ট্যাটাস
*#*#7780#*#*   –     ফ্যাক্টরি রি-স্টোর সেটিংগুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে
*2767*3855#   –     ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
*#*#4636#*#*   –    ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন
*#*#273283*255*663282*#*#* -    ফাইল কপি স্ক্রীনসব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
*#*#197328640#*#*    - সার্ভিস মোড কোডবিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য
*#*#7594#*#*   –    এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে
*#*#8255#*#*  -    G Talk সার্ভিস মনিটর কোড
*#*#34971539#*#*    -    ক্যামেরা ইনফর্মেশনক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন নাএতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে

W-LAN, GPS and Bluetooth Test Codes:

*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#*   –  W-LAN টেস্ট কোডটেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন
*#*#232338#*#*    -  ওয়াইফাই ম্যাক এড্রেস
*#*#1472365#*#*    -  জিপিএস টেস্ট
*#*#1575#*#*    -  আরেকটি জিপিএস টেস্ট কোড
*#*#232331#*#*   –  Bluetooth টেস্ট কোড
*#*#232337#*#    -  Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
*#*#0588#*#*    - প্রক্সিমিটি সেন্সর টেস্ট
*#*#0*#*#*    -  এলসিডি টেস্ট
*#*#2664#*#*   –  টাচ স্ক্রীন টেস্ট
*#*#2663#*#*    -  টাচ স্ক্রীন ভার্সন
*#*#0283#*#*   –  প্যাকেট লুপ ব্যাক
*#*#0673#*#* OR *#*#0289#*#*    -  মেলোডি টেস্ট
*#*#3264#*#*    -  র‍্যাম ভার্সন টেস্ট