উইন্ডোজ ৭ এর লগ অন
স্ক্রিণ চেন্জ
এর জন্য
প্রথমে আপনাকে
যেতে হবে
Run
এ Run
এ গিয়ে Regedit
লিখে enter
চাপুন
তারপর চলেযান
নিচের মত
করে
HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\
LogonUI\Background
এ গিয়ে ডান
পাশে দেখবেন
OEMBackground
তাতে ডাবল
ক্লিক করুণ
তারপর দেখবেন
একটা বক্স
এসেছে সেই
বক্সের Value data:
ঘরের 0
কে
1
বানিয়ে দিয়ে
ok
করুণ।
বিঃদ্রঃ OEMBackground
যদি না
পান তাহলে
ঐ স্থানে
মাউসের রাইট
পাশের কী
চাপুন তাহলে
দেখবেন New
এখানে গিয়ে DWORD
(32-bit) Value
তে ক্লিক করুণ
তাহলে দেখবেন
New Value
তৈরি হয়েছে। তখন সেটার নাম
Rename
করে লিখুন OEMBackground
।
তারপর আপনার
পছন্দ মত
ছবি নিন
যার সাইজ
হতে হবে
256KB
এর মধ্যে
হতে হবে।
ছবি নির্বাচন
হয়ে গেলে
সেই ছবিটি
কপি করে
চলেযান নিচের
মত করে
C:\Windows\system32\oobe\info\backgrounds folder
এ গিয়ে ছবিটি পেস্ট
করুণ এবং
তার নাম
দিন backgroundDefault
ব্যাস কাজ
শেষ তারপর
কম্পউটার Reboot
করুণ আর উপবভাগ করুণ
আপনার লগ
অন স্ক্রিণ।
বি:
দ্র:
oobe folder
এ গিয়ে যারা
info\backgrounds folder
না পাবেন তারা
নিজেরা এই
folder
তৈরি করে নিন তাহলে কাজ
হয়ে যাবে।
Facebook Facebook Page