উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে Run এ Run এ গিয়ে Regedit লিখে enter চাপুন তারপর চলেযান নিচের মত করে HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background এ গিয়ে ডান পাশে দেখবেন OEMBackground
তাতে ডাবল ক্লিক করুণ তারপর দেখবেন একটা বক্স এসেছে সেই বক্সের Value data: ঘরের 0 কে 1 বানিয়ে দিয়ে ok করুণ।
বিঃদ্রঃ OEMBackground যদি না পান তাহলে ঐ স্থানে মাউসের রাইট পাশের কী চাপুন তাহলে দেখবেন New এখানে গিয়ে DWORD (32-bit) Value তে ক্লিক করুণ তাহলে দেখবেন New Value তৈরি হয়েছে। তখন সেটার নাম Rename করে লিখুন OEMBackground।
তারপর আপনার পছন্দ মত ছবি নিন যার সাইজ হতে হবে 256KB এর মধ্যে হতে হবে। ছবি নির্বাচন হয়ে গেলে সেই ছবিটি কপি করে চলেযান নিচের মত করে
C:\Windows\system32\oobe\info\backgrounds folder এ গিয়ে ছবিটি পেস্ট করুণ এবং তার নাম দিন backgroundDefault ব্যাস কাজ শেষ তারপর কম্পউটার Reboot করুণ আর উপবভাগ করুণ আপনার লগ অন স্ক্রিণ।
বি:দ্র: oobe folder এ গিয়ে যারা info\backgrounds folder না পাবেন তারা নিজেরা এই folder তৈরি করে নিন তাহলে কাজ হয়ে যাবে।
Facebook Facebook Page
No comments:
Post a Comment
Thanks For Your Comments!