জাভা অথবা সিম্বিয়ান ফোন দিয়ে টাইপ করুন বাংলা খুব সহযেই আর তা পোস্ট করুন যে কোন ওয়েব সাইটে !!!!!!!
আশা
করি টিটির সব বন্ধুরা ভাল আছেন। আমি টিটিতে একেবারেই নতুন।
এখানে সব সময় যুক্ত থাকাই আমার মুল লক্ষ। এটা আমার ১ম টিউন তাই ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন।
মুল কথায় আসা যাক, এই টিউনটি একেবারেই নতুনদের জন্য। আমরা অনেকেই মোবাইল দিয়ে নেট ইউস করি যদিও ওপেরা মিনি দিয়ে সহজেই বাংলা দেখতে পারি কিন্তু লিখতে পারিনা, এই টিউনটি তাদের জন্য। এর মাধ্যমে খুব সহজেই বাংলা লিখতে পারবেন ও সেই লেখা পোস্টও করতে পারবেন বলে আশা করছি।
প্রকৃয়া:
এখানে সব সময় যুক্ত থাকাই আমার মুল লক্ষ। এটা আমার ১ম টিউন তাই ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন।
মুল কথায় আসা যাক, এই টিউনটি একেবারেই নতুনদের জন্য। আমরা অনেকেই মোবাইল দিয়ে নেট ইউস করি যদিও ওপেরা মিনি দিয়ে সহজেই বাংলা দেখতে পারি কিন্তু লিখতে পারিনা, এই টিউনটি তাদের জন্য। এর মাধ্যমে খুব সহজেই বাংলা লিখতে পারবেন ও সেই লেখা পোস্টও করতে পারবেন বলে আশা করছি।
প্রকৃয়া:
- ১। প্রয়োজন হবে ওপেরা মিনি এবং নেট কানেকসন
- ২। এই ওয়েব সাইটে প্রবেশ করুন http://www.writebangla.com
- ৩। মেনু থেকে "write bangla on mobile" সিলেক্ট করুন
- ৪। পরের পেজ থেকে "Avro phonetics bangla KeyMap" সিলেক্ট করুন
- ৫। যে পেজটা আসবে সেখান থেকে দেখে নিন কোন বাংলা অক্ষরের জন্য কি টাইপ করতে হবে। যেমন- ক=k, ড=D, দ=d ইত্যাদি। ( নিজের সুবিধার জন্য লিখে রাখতে পারেন)
- ৬। এবার মেনু থেকে সিলেক্ট করুন "write Avro phonetics Bangla (V 2)"
- ৭। এবার উপরের খালি বক্সে English বাংলার মত করে KeyMap অনুযায়ী টাইপ করে OK করুন দেখবেন নিচে বাংলায় রুপান্তর চলে আসছে !!!!
- ৮। এবার ২য় বক্সটি দেখবেন ব্লক ব্লক আসছে। ওগুলই কিন্তু নিচের বাংলা লেখা গুল। ( পোস্ট করার পরে ব্লক গুলই বাংলা দেখাবে) সুতরাং ওগুল আপনি কপি করে যে কোন স্থানে পেস্ট করতে পারবেন।
No comments:
Post a Comment
Thanks For Your Comments!