Live TV

Saturday, October 6, 2012

Call Block না করেও শিক্ষা দিন বিরক্তিকর কলারকে


Call Block না করেও শিক্ষা দিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার )

অনেক সময় আমাদের মোবাইল বিরক্তিকর কল আসে সেটা বন্ধ করতে আমরা বেছে নেই call block সার্ভিস সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয় এমনকি আমরা বিভিন্ন প্রকার call block সফটওয়্যার ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই এই টি পদ্ধতির কনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা তাই এইসব ঝামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দেব আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন চলুন দেখে আসি কিভাবে এটা করবেন

*** জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য ***

প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন জান (voice call)
তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন
তারপর To other number নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন বাস আপনার কাজ শেষ
) জিপি এর জন্য১২৬৬

) রবি এর জন্য৮১২১

) বাংলালিংক এর জন্য৭৭০

) এয়ারটেল এর জন্য৭৮৯

** সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতেউ পারে

এবার ফলাফলঃ

এখন যে কলার আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে অর্থাৎ তার মোবাইল Call টা রিসিভ হয়ে গ্যাসে ভয় নেই, আপনার টাকা কাটবেনা

আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন

**cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন

No comments:

Post a Comment

Thanks For Your Comments!