আর নয় কয়েকদিন পর পর লেটেস্ট TuneUp Utilities, Advance System Care Pro এর ফুল ভার্সনের জন্য মরিয়া হয়ে খোঁজাখুঁজি করা। নিয়ে নিন অসাধারন ১টি ফ্রী ইউটিলিটি সফটওয়্যার
আমি
সবসময়ই ফ্রীওয়্যার সফটওয়্যারগুলো পছন্দ করি। আর সেগুলো যখন বাঘা বাঘা
কোম্পানির দামী দামী সফটওয়্যারগুলোর তুলনায় ভাল হয় বা তাদের সমমানের হয়,
তাহলে তো কথাই নেই!! এখন আমি আপনাদেরকে চমৎকার একটি ইউটিলিটি সফটওয়্যারের
সাথে পরিচয় করিয়ে দিব যার ফিচার এবং কাজ দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না।
সফটওয়্যারটির নাম Toolwiz Care.
এর উল্লেখযোগ্য ফিচারগুলো হলঃ
সিস্টেম চেকআপ:
সিস্টেমের এরর ইত্যাদি খুঁজে বের করা এবং বাগগুলো ফিক্স করা। এর মাধ্যমে পিসির পারফর্মেন্স ইম্প্রুভ হয়, স্পীড বাড়ে।
সিস্টেম ক্লিনআপঃ
রেজিস্ট্রি ক্লিন করা, রেজিস্ট্রির এরর ঠিক করা, ডিস্ক ক্লিনআপ ইত্যাদি কাজ করে থাকে
সিস্টেম স্পীডআপঃ
হার্ডডিস্ক ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে হার্ডডিস্কের ফাইলগুলো ফাস্ট লোড করে হার্ডডিস্কের পারফর্মেন্স বৃদ্ধি করে। এছাড়া, এর স্টার্টআপ অপটিমাইজার এর সাহায্যে স্টার্টআপে কি কি প্রোগ্রাম লোড হবে-সেটি কন্ট্রোল করতে পারবেন। এটি আপনাকে স্টার্টআপ রিপোর্ট দেখাবে যেখানে বলা থাকবে, কোন প্রোগ্রামটি লোড হতে কত সময় লাগছে ইত্যাদি।
সিস্টেম ফিক্সআপঃ
এর আছে প্লাগিন ম্যানেজার যেটা সিস্টেমের ইন্সটলড প্লাগিনগুলো স্ক্যান করে এবং অপ্রয়োজনীয় প্লাগিন রিমুভ করতে সাহায্য করে। আরও আছে প্রসেস ম্যানেজার, সার্ভিস ম্যানেজার যার মাধ্যমে রানিং প্রসেস দেখা যায় এবং সহজেই যেকোনোটা স্টপ করে সিস্টেমের উপর চাপ কমানো যায়। এসবের মাধ্যমে এটি সিস্টেমের সিকুরিটি বাড়ায়।
টুলসঃ
এর আছে অনেকগুলা কাজের টুল যেমনঃ
ফাইল স্প্লিটার
ফাইল রিকাভারি
পাসওয়ার্ড জেনারেটর(খুবই শক্তিশালি পাসওয়ার্ড তৈরি করে)
ফাইল এনক্রিপসন/ডিক্রিপসন ইত্যাদি
অ্যাপস ম্যানেজারঃ
পিসিতে ইন্সটলড সব প্রোগ্রামের লিস্ট দেখাবে এবং এখান থেকে খুব সহজেই যেকোনো প্রোগ্রাম/সফটওয়্যার আনইন্সটল করা যাবে
এছাড়া এর আরও অসাধারন কিছু ফিচার আছে যার মধ্যে উল্লেখযোগ্য হলঃ
টাইম ফ্রীজঃ
রিয়েল সিস্টেমের একটি ভার্চুয়াল কপি তৈরি করে এবং সিস্টেমকে প্রটেকটেড সিস্টেমে নিয়ে যায় যাতে করে ভুল করে বা অপ্রত্যাশিতভাবে সিস্টেমের চেঞ্জ করা অ্যাভয়েড করা যায়। এভাবে এটি অপ্রত্যাশিত ভাইরাস দ্বারা সিস্টেমের পরিবর্তন রোধ করতে পারে। সহজ কথায় এটিকে আমরা ডীপ ফ্রিজ সফটওয়্যারটির সাথে তুলনা করতে পারি।
আই কেয়ারঃ
এটি নির্দিষ্ট একটি সময় পর আপনার কাজের সামান্য একটু বিরতি দিয়ে পুরা স্ক্রীন জুড়ে মেসেজ দেখাবে যে, আপনার ৬০ সেকেন্ডের জন্য মনিটর থেকে চোখ সরিয়ে রাখতে হবে এবং ৬০ সেকেন্ড পর মেসেজটি চলে যাবে। এভাবে এটা আপনার মনিটরের দিকে একটানা তাকিয়ে থাকার দৃষ্টিজনিত ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে পারে।
আরও কয়েকটি টুলস হচ্ছে
ফাইল লকার
পিকচার এডিটর
পাসওয়ার্ড ম্যানেজার(বিভিন্ন প্রোগ্রাম কন্ট্রোল করার জন্য মাস্টার পাসওয়ার্ড জেনারেট করা যায়)
ওয়ান ক্লিক ব্যাকআপ(বিভিন্ন রেজিস্ট্রি, হোস্ট ফাইলগুলার ব্যাকআপ রাখা যায়)
ফাইল আনডিলিট (ফাইল রিকাভার করা)
ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার
নাম শুনেই বোঝা যাচ্ছে কোনটার কি কাজ।
এছাড়া এই সফটওয়ারের মাধ্যমে পিসি ইউসেজ, র্যম ইউসেজ, সিপিউ টেম্পারেচার, ইন্টারনেটের ডাউনলোড স্পীড এবং আপলোড স্পীড সহজেই দেখা যায়।
আরও অনেক কিছু আছে যা আমি উল্লেখ করিনি, প্রধান প্রধান কয়েকটি মাত্র উল্লেখ করেছি। যেগুলা উল্লেখ করেছি তাও খুব সংক্ষেপে বর্ণনা করেছি। একবার ব্যবহার করেই দেখুন। ভাল লাগতে বাধ্য!
এর উল্লেখযোগ্য ফিচারগুলো হলঃ
সিস্টেম চেকআপ:
সিস্টেমের এরর ইত্যাদি খুঁজে বের করা এবং বাগগুলো ফিক্স করা। এর মাধ্যমে পিসির পারফর্মেন্স ইম্প্রুভ হয়, স্পীড বাড়ে।
সিস্টেম ক্লিনআপঃ
রেজিস্ট্রি ক্লিন করা, রেজিস্ট্রির এরর ঠিক করা, ডিস্ক ক্লিনআপ ইত্যাদি কাজ করে থাকে
সিস্টেম স্পীডআপঃ
হার্ডডিস্ক ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে হার্ডডিস্কের ফাইলগুলো ফাস্ট লোড করে হার্ডডিস্কের পারফর্মেন্স বৃদ্ধি করে। এছাড়া, এর স্টার্টআপ অপটিমাইজার এর সাহায্যে স্টার্টআপে কি কি প্রোগ্রাম লোড হবে-সেটি কন্ট্রোল করতে পারবেন। এটি আপনাকে স্টার্টআপ রিপোর্ট দেখাবে যেখানে বলা থাকবে, কোন প্রোগ্রামটি লোড হতে কত সময় লাগছে ইত্যাদি।
সিস্টেম ফিক্সআপঃ
এর আছে প্লাগিন ম্যানেজার যেটা সিস্টেমের ইন্সটলড প্লাগিনগুলো স্ক্যান করে এবং অপ্রয়োজনীয় প্লাগিন রিমুভ করতে সাহায্য করে। আরও আছে প্রসেস ম্যানেজার, সার্ভিস ম্যানেজার যার মাধ্যমে রানিং প্রসেস দেখা যায় এবং সহজেই যেকোনোটা স্টপ করে সিস্টেমের উপর চাপ কমানো যায়। এসবের মাধ্যমে এটি সিস্টেমের সিকুরিটি বাড়ায়।
টুলসঃ
এর আছে অনেকগুলা কাজের টুল যেমনঃ
ফাইল স্প্লিটার
ফাইল রিকাভারি
পাসওয়ার্ড জেনারেটর(খুবই শক্তিশালি পাসওয়ার্ড তৈরি করে)
ফাইল এনক্রিপসন/ডিক্রিপসন ইত্যাদি
অ্যাপস ম্যানেজারঃ
পিসিতে ইন্সটলড সব প্রোগ্রামের লিস্ট দেখাবে এবং এখান থেকে খুব সহজেই যেকোনো প্রোগ্রাম/সফটওয়্যার আনইন্সটল করা যাবে
এছাড়া এর আরও অসাধারন কিছু ফিচার আছে যার মধ্যে উল্লেখযোগ্য হলঃ
টাইম ফ্রীজঃ
রিয়েল সিস্টেমের একটি ভার্চুয়াল কপি তৈরি করে এবং সিস্টেমকে প্রটেকটেড সিস্টেমে নিয়ে যায় যাতে করে ভুল করে বা অপ্রত্যাশিতভাবে সিস্টেমের চেঞ্জ করা অ্যাভয়েড করা যায়। এভাবে এটি অপ্রত্যাশিত ভাইরাস দ্বারা সিস্টেমের পরিবর্তন রোধ করতে পারে। সহজ কথায় এটিকে আমরা ডীপ ফ্রিজ সফটওয়্যারটির সাথে তুলনা করতে পারি।
আই কেয়ারঃ
এটি নির্দিষ্ট একটি সময় পর আপনার কাজের সামান্য একটু বিরতি দিয়ে পুরা স্ক্রীন জুড়ে মেসেজ দেখাবে যে, আপনার ৬০ সেকেন্ডের জন্য মনিটর থেকে চোখ সরিয়ে রাখতে হবে এবং ৬০ সেকেন্ড পর মেসেজটি চলে যাবে। এভাবে এটা আপনার মনিটরের দিকে একটানা তাকিয়ে থাকার দৃষ্টিজনিত ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে পারে।
আরও কয়েকটি টুলস হচ্ছে
ফাইল লকার
পিকচার এডিটর
পাসওয়ার্ড ম্যানেজার(বিভিন্ন প্রোগ্রাম কন্ট্রোল করার জন্য মাস্টার পাসওয়ার্ড জেনারেট করা যায়)
ওয়ান ক্লিক ব্যাকআপ(বিভিন্ন রেজিস্ট্রি, হোস্ট ফাইলগুলার ব্যাকআপ রাখা যায়)
ফাইল আনডিলিট (ফাইল রিকাভার করা)
ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার
নাম শুনেই বোঝা যাচ্ছে কোনটার কি কাজ।
এছাড়া এই সফটওয়ারের মাধ্যমে পিসি ইউসেজ, র্যম ইউসেজ, সিপিউ টেম্পারেচার, ইন্টারনেটের ডাউনলোড স্পীড এবং আপলোড স্পীড সহজেই দেখা যায়।
আরও অনেক কিছু আছে যা আমি উল্লেখ করিনি, প্রধান প্রধান কয়েকটি মাত্র উল্লেখ করেছি। যেগুলা উল্লেখ করেছি তাও খুব সংক্ষেপে বর্ণনা করেছি। একবার ব্যবহার করেই দেখুন। ভাল লাগতে বাধ্য!
No comments:
Post a Comment
Thanks For Your Comments!